উত্তরের উত্তেজনার মধ্যেই পশ্চিম সীমান্তে LCA তেজস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা

Tue, 18 Aug 2020-6:01 pm,

চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই দেশের পশ্চিম সীমান্তে LCA Tejas যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা। বায়ুসেনার সাউদান কামান্ড তেজসের একটি স্কোয়ার্ডনকে মোতায়েন করেছে ভারত-পাক সীমান্তে। এমনটাই খবর সূত্রের।

শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে এই তেজসের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিমানটির প্রথম স্কোয়ার্ড্রনটিকে আপাতত কাজে লাগানোর অনুমতি মিলেছে।

লাদাখ সীমান্তে চিনের বাড়াবাড়ি কথা মাথায় রেখে ইতিমধ্যেই ৪টি রাফাল যুদ্ধবিমান এনেছে ভারত। এবার Mark1A বিমান কেনার তোড়জোড় শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

দফায় দফায় আলোচনা করেও এখনও পর্যন্ত চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমেনি। এরকম এক অবস্থায় দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে ভারতের সবকটি ফরওয়ার্ড বেসকে তৈরি রাখা হয়েছে। রাত ও দিনে যে কোনও অপারেশন চালানো যাবে এমন অবস্থায় নিয়ে আসা হয়েছে ওইসব বেসকে।

গত মার্চে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে তেজস। দেশেই তৈরি এই বিমানে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি।  এর মধ্যে রয়েছে আকাশেই জ্বালানি ভরার ব্যবস্থা। এছাড়াও রয়েছে বিয়ন্ড ভিজুয্যাল রেঞ্জে মিসাইল সিস্টেম।

এখনও পর্যন্ত ২০টি তেজস ফাইটার জেটকে ছাড়পত্র দিয়েছে বায়ুসেনা। এদের ৪৫ নম্বর স্কোয়ার্ড্রেনে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও ১৮ নম্বর স্কোয়ার্ড্রেনে সামিল করা হবে আরও ২০টি তেজস জেট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link