উত্তরপ্রদেশ ভোটের প্রস্তুতি শুরুর বার্তা, দলীয় নেতৃত্বকে বিশেষ টোটকা Modi-র
নিজস্ব প্রতিবেদন: সামনেই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ নির্বাচন রয়েছে। তাঁর আগে দলীয় নেতৃত্বকে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাছ শুরু করে দিয়েছে বিজেপি।
সূত্রের খবর, রবিবার নিজের বাসভবনে বিজেপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দলীয় নেতৃত্বকে বেশ কিছু টোটকা দেন তিনি। সাফ বলেন, ‘জয়-পরাজয় যাই হোক। সেখান থেকেই শিক্ষা নিতে হবে। আগামী নির্বাচনগুলোর জন্য প্রস্তুতিতে লেগে পড়ুন।’
একুশের প্রথম ভাগে পাঁচ রাজ্যের নির্বাচনে মোটামুটি ফল করেছে বিজেপি। অসমে পুনরায় মসনদে ফিরেছে গেরুয়া শিবির। পুদুচেরিতেও বিজেপির সরকার তৈরি হয়েছে।
তবে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্ন সত্যি হয়নি। বারবার ২০০ আসন টপকানোর হুঙ্কার দিলেও, মোদী-শাহরা ৭৭ আসনেই আটকে গিয়েছেন। তবে বিরোধী দলের মর্যাদা পেয়েছেন মুকুল রায়-শুভেন্দু অধিকারীরা।
এছাড়া কেরলে দাঁত ফোটাতে পারেন গেরুয়া শিবির। তামিলনাড়ুতে পরাজিত হয়েছে এনডিএ জোট।
সাম্প্রতিককালে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে এমনকিতেই উত্তরপ্রদেশে যথেষ্ট বিপাকে রয়েছে যোগী সরকার। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
তাই পুরোনো জয়-পরাজয় থেকে শিক্ষা নিয়েই, দলীয় সতীর্থদের আগামীর লড়াইয়ের জন্য ময়দানে মেনে পড়ার টোটকা দিলেন নরেন্দ্র মোদী।