মমতার সঙ্গে ইতিহাসের সম্পর্ক নেই, জ্যোতির ব্রিগেড নিয়ে নেত্রীর মন্তব্যে খোঁচা বামেদের

Thu, 17 Jan 2019-8:24 pm,

মৌমিতা চক্রবর্তী:জ্যোতি বসুর সভার পর ১৯ জানুয়ারি এমন ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ দেখতে চলেছে রাজ্য। এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ভোটের আগে দেশের রাজনৈতিক নেতানেত্রীদের একমঞ্চে আনতে চলেছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের দাবি, ৭৭ সালে কংগ্রেসি শাসনের অবসান ঘটানোর আগে জ্যোতি বসুর পদাঙ্ক অনুসরণ করছেন মমতা। 

বামেরা অবশ্য এমন কোনও ধরনের ব্রিগেড সমাবেশের কথা অস্বীকার করেছে। তাদের দাবি, ভুল তথ্য দিচ্ছেন তৃণমূল নেত্রী। জ্যোতি বসুকে খাটো করার জন্য এই ধরনের অসত্য তৃণমূল নেত্রী প্রচার করছেন। 

বামেরা জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য ইতিহাসের সঙ্গে সঙ্গতিহীন। মমতার সঙ্গে কোনওকালেই ইতিহাসের সম্পর্ক নেই। 

বামেদের দাবি, ১৯৭৭ সালে মার্চে জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে  জনতা পার্টি এবং জগজীবন রামের কংগ্রেস ফর ডেমোক্রাসি(সিএফডি) দলের সঙ্গে আসন রফা করেছিল বামপন্থীরা। সেবার ব্রিগেডে কোনও সমাবেশ হয়নি। ওই বছরেই জুনে বিধানসভা ভোটে একা লড়াই করেছিল বামেরা। অন্য রাজ্য থেকে কাউকে আনার দরকারই ছিল না।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link