আরও ৪০ টন বাংলাদেশের ইলিশ পৌঁছাল রাজ্যে! দাম কমার অপেক্ষায় আম বাঙালি
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে শনিবার সাতটি ট্রাকের ৪০ টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পৌঁছাল।
১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ইলিশ এখানে আসতে শুরু করে। এ বছর ১,৪৫০ টন পদ্মা, মেঘনার ইলিশ বাংলাদেশ সরকার ভারতকে দেবে বলে আগেই জানিয়েছিল।
প্রথম দফায় ২০ টন ইলিশ আসার পর দ্বিতীয় পর্যায়ে ৪০ টন বাংলাদেশের ইলিশ পৌঁছাল রাজ্যে। জানা গিয়েছে, আগের চেয়েও বড় মাপের ইলিশ এসেছে এ বার।
এই ইলিশ বনগাঁর, বারাসত, কোলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে দ্রুত পৌঁছে যাবে বলে জানালেন বিক্রেতা ও আমদানিকারীরা।
ফলে বাংলাদেশ সরকারের সৌজন্যে পুজোর আগেই মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসতে চলেছে ইলিশের দাম। ক’দিনের মধ্যে ইলিশের দাম আরও কমতে পারে বলে আশা করছেন মাছের আড়তদাররাও।