দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকতে থাকতে মুখের ত্বকের বারোটা বেজেছে? জেনে নিন প্রতিকার
বিশ্ব জুড়ে যাঁরা প্রতিনিয়ত আক্রান্ত মানুষদের সংস্পর্শে আসছেন অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের ২৪ ঘণ্টায় মাস্ক পরা বাধ্যতামূলক। আর তার জেরে ত্বকের মারাত্মক সমস্যা দেখা দিয়ে পারে। এই পরিস্থিতিতে ত্বক বাঁচানোর উপায় জানিয়েছেন হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। জেনে নিন মাস্কের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক বাঁচানোর উপায়...
হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, ত্বক সব সময় হাইড্রেট এবং ময়শ্চারাইজড রাখতে হবে। মাস্ক পরার অন্তত ৩০ মিনিট আগে লাগাতে হবে ময়শ্চারযুক্ত ক্রিম। মাস্কের ভেতরের দিকটা সবসময় রাখতে হবে পরিস্কার।
২ ঘণ্টা অন্তর অন্তর মাস্ক খুলে আবার পরে নিন। পারলে ২ ঘণ্টা পর পর মাস্ক পরিবর্তন করুন আর মাস্ক এমন কোথাও ফেলবেন না যেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। ত্বক বাঁচিয়েই চেষ্টা করুন বেশিরভাগ সময় মাস্কের ব্যবহার করতে, বিশেষত যখন একাধিক মানুষের ভিড়ের মধ্যে রয়েছেন।
যাঁদের সবসময় মাস্ক পরতে হচ্ছে, তাঁরা সব সময় পরিস্কার ও শুকনো মাস্ক পরুন। যখনই মনে করবেন মাস্ক থেকে কোনও রকম সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে খুলে সেটি বদলে ফেলুন।