মোবাইল, ঘড়ি, চশমা বা বাজারের ব্যাগ থেকেও ছড়াতে পারে করোনার সংক্রমণ!

Sudip Dey Sun, 30 Aug 2020-7:16 pm,

করোনা আতঙ্কের জেরে লকডাউনে গোটা পৃথিবীর শতাধিক দেশ। এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। ভারতেও চলছে লকডাউন। ভাইরাসের সংক্রমণের গতিতে রাস টানতেই এই পদক্ষেপ।

কিন্তু তা-ও সচেতনতার অভাবে বা অসতর্কতায় ছড়াতে পারে করোনাভাইরাসের সংক্রমণ! মোবাইল, ঘড়ি, চশমা বা বাজারের ব্যাগ থেকেও ছড়াতে পারে করোনার সংক্রমণ! কী ভাবে রুখবেন এই সংক্রমণ? জেনে নিন...

বাইরে থেকে বাড়িতে ফিরে দু’টি হাত, পায়ের পাশাপাশি ভাল করে ধুয়ে নিতে হবে চশমা, মোবাইল ফোন বা বাজারের থলিও। স্যানিটাইজারে ভেজানো কাপড় বা তুলো দিয়েই পরিষ্কার করতে হবে চশমা বা মোবাইল ফোন।

বাজারের থলিটিকেও সাবান জলে ভাল করে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে। এই সময় পলিথিনের ব্যাগ না ব্যবহার করাই ভাল। কারণ, পলিথিনের ব্যাগে দীর্ঘক্ষণ জীবিত থাকতে পারে করোনাভাইরাস।

বাইরে থেকে বাড়িতে ফিরে বাইরের জামা-কাপড় সাবান জলে ভাল করে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে। কারণ, করোনাভাইরাস আপনার জামা-কাপড়ের থেকেও সংক্রমিত হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link