FBB, Big Bazar-সহ Future গোষ্ঠীর একাধিক ব্র্যান্ড কিনতে চলেছেন মুকেশ আম্বানি!

Sudip Dey Thu, 02 Jul 2020-6:48 pm,

ইতিমধ্যেই Jio Mart-এর হাত ধরে খুচরো ব্যবসায় পা দিয়েছে মুকেশ আম্বানির Reliance Industries। এ বার Future গোষ্ঠীর ব্যবসা অধিগ্রহণ করতে চলেছেন Reliance Industries-এর মালিক মুকেশ আম্বানি।

জানা গিয়েছে, Future গোষ্ঠীর ব্যবসা অধিগ্রহণ নিয়ে আপাতত দু'পক্ষের মধ্যে আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলে, Future গোষ্ঠীর সমস্ত ব্যবসা চলে আসবে Reliance Industries-এর অধীনে।

জানা গিয়েছে, Future-এর রিটেইল বাস্কেট মুকেশ আম্বানির Reliance Industries-কে বিক্রি করতে আগ্রহী এই Future সংস্থার কর্ণধার অশোক বিয়ানি।

চুক্তি চূড়ান্ত হলে, FBB, Big Bazar, সেন্ট্রাল, Future লাইফস্টাইল লিমিটেড এবং Future সাপ্লাই চেন সলিউশনস— সবই চলে আসবে Reliance Industries-এর অধীনে।

টাইমস অফ ইন্ডিয়া সূত্রে দাবি, ১৫ জুলাইয়ে রিয়ালেন্সের বার্ষিক বৈঠকের আগে Future গোষ্ঠীর সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করতে চাইছে Reliance Industries। এই চুক্তি চূড়ান্ত হলে দেশে খুচরো ব্যবসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে মুকেশ আম্বানির সংস্থা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link