রাখিবন্ধনেও সতর্কতার বার্তা ভাইয়ের, জনপ্রিয়তা বাড়ছে `রাখি মাস্ক`-এর
ভ্রাতৃত্ববন্ধনে ভাইদ্বিতীয়ার পর রাখি উৎসব সব থেকে বড় উৎসব। বর্তমানে এই উৎসব নানা ভাবেই পালন হয় ভাই-বোন থেকে রাজনৈতিকভাবেও। কিন্তু এবার করোনা সংক্রামণ অন্য পাঁচটা উৎসবে যেমন বাদ সেঁধেছে এক্ষেত্রেও তেমনি ঘটতে চলেছে।
আর স্বাভাবিকভাবেই রাখি উৎসব পালন হচ্ছে না বলেই ধরে নিয়েছে ভাই-বোনেরা। আর সেই কারণেই মন খারাপ ভাই বোন সকলেরই। ‘দো গজ কি দূরি’ প্রধান অন্তরায় এই রাখি উৎসবে। যদিও ঘরে ভাই থাকলে তাকে হয়তো পরানো যাবে কিন্তু এই ছোট পরিবারের যুগে পাড়ার বা প্রতিবেশী ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে যে উৎসব পালন করতো বোনেরা সে ক্ষেত্রে কিন্তু বাধ সাধবে রাখি উৎসবে।
সেই কারণেই অনেকটাই মনখারাপ বোনেদের। যদিও উৎসবটা বোনেরা পালন করে তবে ভোগ করে ভায়েরা। তাই তাদেরও বোনের হাতে রাখি পরার জন্য অপেক্ষায় থাকে এই দিনটিতে। কিন্তু এবার আর তা হচ্ছে না। তবে ভাইরে এবার সেই রাখি উৎসব কে বাঁচিয়ে রাখতে বোনেদের সুরক্ষার কথা ভেবে অন্য এক রাখি উৎসব পালনের জন্য অভিনব পন্থা নিয়েছে।
যাতে করোনা মুক্ত পৃথিবী যখন আবার হবে তখন বোনের হাতে রাখি পরে সেই উৎসব পালন যাতে করতে পারে তারই জন্য এই অভিনব প্রয়াস।সরকারি নিয়মে মাস্ক পরা এখন বাধ্যতামূলক আর সেই কারণেই সেই মাক্স এর উপরেই তৈরি করা হচ্ছে রাখি।
আর সেই মাক্স রাখি ভায়েরা এবার তুলে দেবে বোনেদের হাতে।যাতে তাদের প্রিয় বোনটি সুরক্ষিত থাকে করোনা আক্রান্ত পৃথিবীতে।