এবার দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই পাবেন আকর্ষণীয় চমক!
দক্ষিণেশ্বর মন্দিরে এবার আসতে চলেছে বড় পরিবর্তন।
দক্ষিণেশ্বরের শোভা বৃদ্ধিতে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম।
৫ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হবে গোটা দক্ষিণেশ্বর মন্দির।
নগরোন্নয়ন দফতরের উদ্যোগে পরিবর্তন আসতে চলেছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে।
কাজ প্রায় শেষ। ৫ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখানো হবে রামকৃষ্ণ, রানি রাসমণি জীবনী ও দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের ইতিহাস
প্রতিদিন রাতে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর শো শুরু হবে।
দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন দক্ষিণেশ্বর মন্দিরে। এই উদ্যোগ তাঁদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।