দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুত্-সহ হালকা বৃষ্টির সম্ভবনা
শুক্রবার সকালে উঠে অনেকেই দেখেছেন রাস্তাঘাট আংশিক ভিজে, মেঘলা আকাশ। রাতে হালকা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী রাতে বৃষ্টি হয়েছে ০.১ মিমি।
জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।
বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস- জলীয়বাষ্প ঢোকার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা-মাঝারি বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে।
কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ গাঙ্গেয় পশ্চিবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভবনা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।