WB Weather Update: দুপুরেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় `ফেনজল`, তুমুল তাণ্ডবের আশঙ্কা এইসব এলাকায়
অতি গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় মেঘলা আকাশ ও বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। শনিবার থেকে সোমবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলোতে।-তথ্য-অয়ন ঘোষাল
শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং পার্বত্য এলাকায় উঁচু জায়গায়। আগামী ২৪ ঘন্টায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে শীতের আমেজ কমবে দুই বঙ্গে। বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণের কিছু জেলায়। বাকি আরো বেশ কিছু জেলায় মেঘলা আবহাওয়া থাকবে। বাড়বে জলীয় বাষ্পের পরিমান। কুয়াশার প্রকোপ বাড়বে জেলায় জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি। -তথ্য-অয়ন ঘোষাল
বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত। আজ দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড় এ পরিণত হবে। অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। শ্রীলঙ্কা কে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় এগোবে তামিলনাড়ুর চেন্নাই উপকূল অভিমুখে। পন্ডিচেরি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। ঘূর্ণিঝড় এর নাম ফেনজল বা ফিনজাল। এই নাম দিয়েছে সৌদি আরব। -তথ্য-অয়ন ঘোষাল
ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এই রাজ্যে নেই। তবে পরোক্ষ প্রভাব হিসেবে বাধা আসবে শীতের পথে। জাঁকিয়ে শীতের সম্ভবনা এই মাসে থাকছে না। রাতের তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা তেমন না বাড়লেও তৈরি হবে জলীয় বাষ্পের বাধা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। -তথ্য-অয়ন ঘোষাল
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরিস্কার আকাশ। বিকেলের পর থেকে আংশিক মেঘলা এবং শনিবারের পর থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ। নতুন করে এই মাসে আর রাতের তাপমাত্রা নামার সম্ভবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। শীতের আমেজে বিঘ্ন ঘটবে। কাল রাতের তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৯ থেকে ৮৮ শতাংশ। -তথ্য-অয়ন ঘোষাল