মারণ ভাইরাসের মোকাবিলায় মানবিক মেসি, আর্জেন্টিনার হাসপাতালে দিলেন বিরাট অনুদান
করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগেই মাঠে নামেন লিওনেল মেসি। মারণ ভাইরাসের মোকাবিলায় এক মিলিয়ন ইউরো দান করেন আর্জেন্টিনিয় সুপারস্টার।
মেদির দেওয়া সেই অর্থ বার্সেলোনার এক হাসপাতাল আর আর্জেন্টিনার এক মেডিকেল সেন্টারে ভাগ করে দেওয়া হয়।
এবার আর্জেন্টিনার করোনা যোদ্ধাদের জন্য বিশাল অঙ্কের অনুদান দিলেন এলএমটেন। ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার তুলে দিলেন মেসি।
মারণ ভাইরাসের মোকাবিলায় দিন-রাত এক করে লড়াই করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। সেই যোদ্ধাদের জন্যই এবার বিরাট অঙ্কের অনুদান দিলেন লিও।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে,রাজধানী বুয়েনস আয়ার্স ও সান্তা ফে প্রদেশের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এই অর্থ ব্যবহার করা হবে।