মেসি একাই ৭০০! ছুঁয়ে ফেললেন পেলে, পুসকাসকে
লিওনেল মেসির মুকুটে নতুন পালক। ৭০০ গোলের এলিট ক্লাবে আর্জেন্টিনিয় সুপারস্টার।
মঙ্গলবার রাতে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বার্সা তারকা। বার্সেলোনা আর আর্জেন্টিনা মিলিয়ে ৭০০ গোলের মালিক হলেন এলএমটেন।
৭০০ গোলের মধ্যে ৬৩০ গোলই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। আর বাকি ৭০ গোল করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে।
বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন মেসি। জোসেফ বিকান,পেলে,গার্ড মুলার,রোমারিও,পুসকাস,ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তিদের সঙ্গে সাতশো গোলের ক্লাবে যোগ দিলেন লিও মেসি।
বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে একমাত্র রোনাল্ডোরই ৭০০ গোল করার নজির ছিল। পর্তুগিজ তারকার থেকে ১১১ ম্যাচ কম খেলেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বিশ্বফুটবলের সেরা তারকা মেসি। ক্লাব আর দেশ মিলিয়ে রোনাল্ডো ৭০০ গোল করেছিলেন ৯৭৩ ম্যাচে। সেখানে মেসি ৭০০ গোল করে ফেললেন ৮৬২ ম্যাচে।