মেসির জীবন সংগ্রাম পর্দায়, অপেরা দেখে আবেগে ভাসলেন আর্জেন্টাইন মহাতারকা
লিওনেল মেসির নামে অপেরা। সস্ত্রীক প্রিমিয়র শো দেখতে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
সার্ক দ্যু সোলেইল নামক জনপ্রিয় এক সার্কাস থিয়েটার লিওনেল মেসির জীবনকাহিনী নিয়ে একটি অপেরা মঞ্চস্থ করেছিল। ‘মেসি১০’ নামের সেই শো দেখতে এসে আবেগপ্লুত হলেন এলএমটেন।
মেসিকে উৎসর্গ করা আয়োজিত শো। এই শোতে দেখানো হয়েছে, এক তরুণ সব বাধা বিপত্তি পেরিয়ে কীভাবে নিজের স্বপ্নপূরণ করছে। মেসিকে এখানে সর্বকালের সেরা নাম্বার টেন জার্সিধারী হিসেবে দেখানো হয়েছে। মেসির জীবনী তুলে ধরা হয়েছে এই শোয়ে।
১০ অক্টোবর, ২০১৯ এই শো-এর ওয়ার্ল্ডওয়াইড প্রিমিয়ার। ফেব্রুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই শো ৩২ বার প্রদর্শন করা হবে।
ন্যু ক্যাম্পের সালা রোমা হলে প্রিমিয়র শো দেখতে হাজির ছিলেন সুয়ারেজ ও তাঁর স্ত্রীও।