Champions League 2020-21: এক গোলে তিন রেকর্ড মেসির, বড় জয় বার্সার
মেসির রেকর্ড ছোঁয়ার রাতে ১০ জনের বার্সেলোনা মেতে উঠল গোল উত্সবে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঙ্গেরির দল ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিল বার্সা।
নু ক্যাম্পে পেনাল্টি থেকে বার্সেলোনাকে প্রথমে এগিয়ে দেন লিওনেল মেসি।
এই গোল করার সঙ্গে সঙ্গে রায়ান গিগসের রেকর্ডে ভাগ বসালেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন এই তারকা টানা ১৬টি মরশুমে গোল করার নজির করেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসালেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
ইউরোপ সেরার লড়াইয়ে এটি ১১৬ তম গোল লিওনেল মেসির। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এটি মেসির ৬৯ তম গোল। গ্রুপ পর্বে অন্য কোন ফুটবলারের এত গোল নেই। সেদিক থেকে দেখতে গেলে এটিও একটি রেকর্ড।
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি এদিন গোল করার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ টি বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে গোল করার নজির গড়ে ফেললেন।