নতুন চুক্তি নয়; বার্সেলোনা ছাড়ছেন মেসি! বিশ্বফুটবলে হইচই
ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছে। বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। এলএমটেনের বার্সা ছাড়ার খবরে আলোড়ন বিশ্বফুটবলে।
আগামী বছরের জুনেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনিয়ান সুপারস্টারের। তারপর আর কাতালান ক্লাবে থাকতে চান না মেসি। স্প্যানিশ মিডিয়ার এই খবরে আলোড়ন পড়ে গিয়েছে।
মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কথা চলছিল বার্সা কর্তাদের। স্প্যানিশ মিডিয়ার খবর, সেই আলোচনা নাকি মাঝপথেই থমকে গিয়েছে। তারপরই মেসির বার্সা ছাড়ার জল্পনা বেড়েছে।
যদিও বিশ্বফুটবলের সেরা তারকার বার্সেলোনা ছাড়া নিয়ে মুখে কুলুপ সব পক্ষেরই।
বুধবার রাতেই ৭০০ গোলের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনিয় তারকা। মেসির ৭০০ গোলের মধ্যে ৬৩০ টাই এসেছে বার্সার জার্সিতে।
কিন্তু গত কয়েকমাসে বিভিন্ন বিষয়ে ক্লাবের বার্সেলোনা বোর্ডের সঙ্গে দূরত্ব বেড়েছে মেসির।
গ্রিজম্যানের সঙ্গেও নাকি ঠান্ডা লড়াই চলছে এলএমটেনের।
কোচ সেতিয়েনের স্ট্র্যাটেজিতেও নাকি খুশি নন বার্সার সেরা তারকা।
বার্সেলোনার ড্রেসিংরুমে যে সমস্যা চলছে,তা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স থেকেই পরিষ্কার। সব মিলিয়ে নিজের প্রিয় ক্লাবে নাকি এখন আর খুশি নন মেসি।
তাই বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হলেই মেসি ক্লাব ছেড়ে নতুন গন্তব্যে যেতে চান বলে খবর স্প্যানিশ মিডিয়ায়।