বীরভূমের কোথায় কোথায় কন্টেনমেন্ট এরিয়া? জেনে নিন

Wed, 08 Jul 2020-8:26 pm,

রামপুরহাট : নৈহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড। অ্যালি ক্লাব থেকে মুকুল শেখের বাড়ি, এবং হিয়া শেখের বাড়ি থেকে কালাম শেখের বাড়ি। 

 রামপুরহাট : দখলবাটিতে রামপুরহাট মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে থাকা শ্রমিকদের অস্থায়ী আবাস। 

রামপুরহাট : কাষ্ঠাগোরার নির্দিষ্ট কিছু অঞ্চল। ১. সুরজিত্ বহেরার বাড়ি। ২. পিন্টু মন্ডলের বাড়ি, ৩. রামু মন্ডলের বাড়ি, ৪. বিজয় বেহারার বাড়ি, ৫. জয়দেব বেহারার বাড়ি।

রামপুরহাট : আমদোলের নাইমুদ্দিন শেখের বাড়ি থেকে নজরুল শেখের বাড়ি। 

রামপুরহাট : নৈহাটি পৌরসভার ফরক শেখের বাড়ি থেকে কালু শেখের বাড়ি। অন্য দিকে আবু জহর রানার বাড়ি থেকে জাহাঙ্গির শেখের বাড়ি।

বোলপুর : লাবপুরের হাতিয়া-র তারুলিয়া হাট- ধরমতলা এলাকার।

বোলপুর : নানুরের উচকরমের বংশি বাগদির বাড়ি।  

বোলপুর : নানুরের নোওয়ানগর কোড্ডার কালাম শেখের বাড়ি। 

বোলপুর : নানুরের জালুন্দির সহদত শেখের বাড়ি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link