Live In Relationship: লিভ-ইন সম্পর্ক `টাইমপাস`, রায় হাইকোর্টের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভ-ইন সম্পর্কে কোনও স্থায়িত্ব নেই। লিভ-ইন সম্পর্ক মানেই 'টাইমপাস'!
একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করছে এলাহাবাদ হাইকোর্ট। তাই এক যুগলের সুরক্ষার আবেদনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে পুলিসি সুরক্ষা চেয়ে আবেদন করেছিল এক যুগল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল হাইকোর্ট।
উল্লেখ্য, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট লিভ-ইন সম্পর্ককে বৈধতা দিয়েছে। কিন্তু এক্ষেত্রে আবেদনকারীর বয়স কম।
যুগলের বয়স ২০-২২ বছর। তাই আদালতের পর্যবেক্ষণ এক্ষেত্রে ভিন্ন বলে উল্লেখ করেছে এলাদাবাদ হাইকোর্টের বিচারপতি রাহুল চতুর্বেদী ও বিচারপতি মহম্মদ আজহার হোসেন ইদ্রিসির ডিভিশন বেঞ্চ।
বিচারপতিদ্বয়ের বক্তব্য, এক্ষেত্রে আন্তরিকতার তুলনায় বিপরীত লিঙ্গের প্রতি মোহের সম্ভাবনা-ই বেশি। প্রত্যেক দম্পতিকে বাস্তবের কঠিন ও কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
বহুক্ষেত্রেই এই ধরনের লিভ-ইন সম্পর্ক টাইমপাসে পরিণত হয় বলে মন্তব্য বিচারপতি যুগলের।