Champions League 2018-19: পোর্তোকে হারিয়ে সেমি ফাইনালে লিভারপুল, সামনে বার্সেলোনা
পোর্তোকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল লিভারপুল।
কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অ্যানফিল্ডে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল লিভারপুল।
বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২৬ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে মোহামেদ সালহার গোলে ব্যবধান বাড়ায় য়ুর্গেন ক্লপের দল।
৬৮ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে ব্যবধান কমায় এদের মিলিতাও।
৭৭ মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে স্কোরলাইন ৩-১ হয়।
৮৪ মিনিটে ভার্জিল ভান ডাইকের গোল। ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে ম্যাচ জিতে নেয় তারা। সেমি ফাইনালে লিভারপুলের সামনে বার্সেলোনা।
কিন্তু এসব ছাপিয়ে গিয়েছে সালহার কাণ্ড। ৮৪ মিনিটে দানিলো পেরেইরার সিন বোনে বুটের স্টাড ঠুকে দিয়েছিলেন মোহামেদ সালাহ্। জঘন্য ফাউল করার সত্ত্বেও কোনও শাস্তি পাননি মিশরের স্ট্রাইকার। রেফারি তাঁকে হলুদ কার্ড পর্যন্ত দেননি।