Living Nostradamus Chilling Prediction 2025: AI-এর বীভৎস গ্রাস, তৃতীয় বিশ্বযুদ্ধে বাঁচবে না কোনও দেশ! আধুনিক নস্ট্রাদামুসের ভয়ংকর গণনা...

Mon, 30 Dec 2024-11:28 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নস্ট্রাদামুস আজ পর্যন্ত যা-যা বলে গিয়েছেন, তা সবই অব্যর্থ মিলেছে। এমনকী ফরাসি এই ভবিষ্যদ্বক্তা প্রায় সমস্ত কিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। 

তবে এবার 'লিভিং নস্ট্রাদামুস' বলে খ্যাত এক ব্যক্তির ভবিষ্যদ্বাণী ভয় ধরিয়ে দিয়েছে। তাঁর মতে, ২০২৫-এ অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে ৷ একের পর এক ধামাকাতেই কেঁপে উঠবে জীবন। 

অ্যাথোস সালোম। একে সকলে আধুনিক নস্ট্রাদামুস হিসাবেই চেনে। ২০২৪ সাল নিয়ে তার করা ভবিষ্যদ্বানী ইতিমধ্যেই ফলে গিয়েছে। বছর ৩৬-এর এই ব্রাজিলিয়ান জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চমকে যাওয়ার মতো কথা বলেছেন। 

কোভিডকালে বিশ্বের সমস্যা, এলিজাবেথের মৃত্যু ইলন মাস্ক ট্যুইটার কিনে নেওয়ার মতো অনেক কথা তারঁ মিলে গিয়েছে। এবার সতর্কতা জারি করে বললেন, আগামী বছরেই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। 

তিনি বলেছেন, মানুষের সঙ্গে মেশিনের লড়াই হবে। রাশিয়া প্রযুক্তির নতুন দিকে গিয়েছে। সেইসব প্রযুক্তি যদি তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয় তাহলে বিশ্ববাসী কঠিন সমস্যার সামনে পড়বে। এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে বিশাল আর্থিক মন্দা ঘটবে। কোনও দেশ নিজেকে এই যুদ্ধের কবল থেকে বাঁচাতে পারবে না।

এআইয়ের ক্ষমতা আকাশছোঁয়া হবে। যা কোনওভাবেই আটকানো সম্ভব হবে না। বহির্জাগতিক জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি করবে। নো রির্টানে পৌঁছে এআই সিস্টেমগুলি পরিবহন এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে "অপরিবর্তনীয় সিদ্ধান্ত" নেবে। 

তিনি আরও দাবি করেছেন যে নতুন বছরে অবশেষে মঙ্গলে জীবাণুজীবের প্রমাণ-সহ বহির্জাগতিক জীবনের অস্তিত্ব প্রকাশ করবে। তিনি জানিয়েছেন যে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি এই তথ্য গোপন করবে, যখন ইলন মাস্কের স্পেসএক্স -সহ ব্যক্তিগত সংস্থাগুলি বিবর্তনের ভূমিকা পালন করতে পারে।

 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link