চিকিৎসক পেতে হয়রানি? আপনার হয়ে এবার যোগাযোগ করবে থানা-ই
নিজস্ব প্রতিবেদন : সাধারণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা সুগম করার লক্ষ্যে এবার প্রতিটি থানার হাতে সেই এলাকায় চিকিৎসকদের তালিকা তুলে দেওয়া হল।
প্রসঙ্গত, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু-ই হোক অথবা অন্য রোগের চিকিৎসা বা অন্য কোনও কারণে রোগীর মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যাচ্ছে না। সেই সমস্যা লাঘব করার জন্যই এই ব্যবস্থা।
প্রত্যেক থানা এলাকা পিছু ২ থেকে ৪ জন চিকিৎসকের নাম ও ফোন নাম্বার এদিন কলকাতা শহরের থানাগুলির হাতে তুলে দেওয়া হয়।
এবার প্রতিটি থানা এলাকায় বাসিন্দাদের সুবিধার্থে সেই চিকিৎসকদের সাহায্য নেওয়া যেতে পারে।
আইএমএ রাজ্য শাখার প্রেসিডেন্ট শান্তনু সেন আজই এই মর্মে পুলিস কমিশনার অনুজ শর্মাকে চিঠি লেখেন।