লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের, কবে পর্যন্ত? জানালেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের সময়সীমা বাড়ছে পশ্চিমবঙ্গে। ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পঞ্চম দফায় কেন্দ্রীয় সরকার ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। তাই রাজ্য সরকারও লকডাউনের সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন করছে।
প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের তরফে ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকার পাশপাশি রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরা বারণ থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিয়েবাড়ি, ধর্মীয় স্থান, শ্রাদ্ধবাড়িতে সর্বাধিক ২৫ জন পর্যন্ত থাকতে পারবেন।
উল্লেখ্য, লকডাউনের পাশপাশি আনলক পর্ব শুরু হওয়ায় অনুষ্ঠানবাড়িগুলিকে ছাড় দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল ডেকরেটর্সরা।