রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ল, কবে কবে? নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ল। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৭ সেপ্টেম্বর (সোমবার), ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ও ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। পরবর্তী দিন পরে ঘোষণা করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে মেট্রো চলাচল শুরু হলে আপত্তি নেই।
পাশাপাশি বিধি মেনে লোকাল ট্রেনও চলতে পারে বলে এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩ দিন বিমান চলতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হতে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে অগাস্ট থেকে সাপ্তাহিক লকডান বলবৎ হয় পশ্চিমবঙ্গে।