লকডাউনের তোয়াক্কা না করে কোথায় হচ্ছে ভিড়, ড্রোনের মাধ্যমে নজরদারি পুলিসের
লকডাউন চললও তা মানছেন না অনেকেই। নজরদারির জন্য বিশেষ ব্যবস্থা করল কলকাতা পুলিস। আকাশে ওড়ানো হল ড্রোন।
ড্রোনের মাধ্যমে দেখা হল কোন কোনও এলাকা লকডাউনের তোয়াক্কা না করে রাস্তায় নেমেছেন মানুষজন।
শনিবার ড্রোন ওড়ানো হল কলকাতার বড়বাজারের পোস্তা এলাকায়। সেইসঙ্গে টিভিইউয়ের মাধ্যমে তা লাইভ দেখল লালবাজারের কন্ট্রোল রুম।
কালাকার স্ট্রিটের বিস্তৃর্ণ জায়গায় ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হয় কোন জায়গায় বেশ ভিড় হচ্ছে।
মনে করা হচ্ছে লকডাউন কঠোরভাবে লাগু করতে ওইসব জায়গাতেই এবার বিশেষ গুরুত্ব দেবে পুলিস।