রাজ্যে আক্রান্ত ৩৭, হুঁশ নেই মানুষের, লকডাউন ভেঙেই চেতলায় চলছে বাজার-জটলা
নিজস্ব প্রতিবেদন : সাতসকালেই লকডাউন ভাঙার ছবি। এদিন সকাল হতেই চেতলা সিআইটি মার্কেটে দেখা যায় মানুষের ঢল। বিধিনিষেধ মানার কোনও লক্ষ্মণ-ই নেই। প্রশাসনিক আধিকারিক মাইকিং করে সবাইকে সতর্ক করছেন। কিন্তু সেদিকে বিন্দুমাত্র কারোও ভ্রূক্ষেপ নেই। ঘেঁষাঘেঁঁষি করেই চলছে বাজার, এমনকি চায়ের দোকানে আড্ডাও। এদিকে মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। একধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। রাজ্যের ১ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সেখানে এই ছবি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসন থেকে আমজনতার। বার বার করে সতর্ক করা হলেও, মানুষ যে এখনও সচেতন হচ্ছে না, সচেতন না হয়ে বিপদ বাড়াচ্ছে, এই সব ছবি তার প্রমাণ। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। (ছবি- রণয় তিওয়ারি)