লাঠিপেটা বারণ, ফুলবাগানে মোড়ে ২ যুবককে কান ধরে ওঠবোস করাল পুলিস
অঞ্জন রায়: লাঠিপেটা করতে বারণ করছেন মুখ্যমন্ত্রী। এদিকে লকডাউনের মধ্যেও রাস্তায় বেরচ্ছেন, নিয়ম ভাঙছেন। এই পরিস্থিতিতে লাঠিপেটার বদলে নিয়ম ভঙ্গকারীদের রাস্তার উপর কান ধরে ওঠবোস করাল পুলিস।
এই ছবি ফুলবাগান মোড়ের। লকডাউনের মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন ২ যুবক। দেখা মাত্রই আটকায় টহলদারি পুলিস। গাড়ি থেকে নামিয়ে কান ধরে ওঠবোস করতে বাধ্য করে।
শুধু ফুলবাগান নয়, এদিন সকালে মালদায় রাস্তার উপর কান ধরে একদল যুবক থেকে প্রৌঢকে ওঠবোস করাতে দেখা গিয়েছে ইংরেজবাজার থানার পুলিসকে।
দেশে করোনার সংক্রমণের শৃঙ্খল রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। নিজের ও পরিবারের সুরক্ষার জন্য বাড়িতে থাকতে বলেছেন সবাইকে।
কিন্তু এদিন সকালে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বহু জায়গায় দেখা গেল, নিয়ম ভাঙছে মানুষ। অত্যাবশ্যকীয় পণ্য মিলবে বলা সত্ত্বেও বাজারে উপছে পড়ছে ভিড়। কেউ কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়েছেন 'লকডাউন' দেখতে!