প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মহিলা, এগিয়ে এল পুলিস, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই প্রসব
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের নিয়ম ভাঙলেই রাজ্যজুড়ে দেখা গিয়েছে লাঠিধারী পুলিসের দাপট। সেখানে এবার এক অন্যরকম ছবি ফুটে উঠল সোনারপুরে।
এলাকায় টহল দেওয়ার সময় কর্তব্যরত পুলিসকর্তার নজরে আসে এক মহিলার প্রসব যন্ত্রণা হচ্ছে। সঙ্গে সঙ্গেই তাঁকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিস। তবে যাওয়ার পথে পুলিসের গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন সুভাসগ্রামের বাসিন্দা এক মহিলা।
জানা গিয়েছে, লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় ঘুরছিলেন সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী। রাস্তায় তিনি সুরেন্দ্রবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে বাড়িতে ঢুকতে বলেন।
বিশেষভাবে সক্ষম সুরেন্দ্রবাবু তখন সোনারপুর থানার আইসিকে নিজের সমস্যার কথা বলেন। বিষয়টি জানতে পেরে নিজের গাড়িতেই জ্যোতিদেবীকে তুলে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন। সঙ্গে নেন এলাকার দুই মহিলাকেও। তবে রাস্তায় গাড়িতেই ওই মহিলার প্রসব হয়ে যায়।
জানা গিয়েছে, আদতে বিহারের বাসিন্দা সুরেন্দ্র। বিগত ২ বছর ধরে তাঁরা সোনারপুরে রয়েছেন। বর্তমানে হাসপাতালে মা-মেয়ে দুজনেই ভালো আছেন। বিপদের দিনে পুলিসের সহযোগিতায় খুশি দম্পতি।