করোনায় লকডাউনে ভাঁড়ারে টান, নতুন নিয়োগ-প্রকল্প সব বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের
সুতপা সেন : করোনা মোকাবিলায় লকডাউনে রাজ্য। চারদিকে সব বন্ধ। ব্যবসা-বাণিজ্য, কাজ সব বন্ধ। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে ভাঁড়ারে।
এই পরিস্থিতিতে তাই নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হল নতুন প্রকল্পও।
করোনার জন্য খরচে লাগাম দিতে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সেগুলি হল- ১/ নতুন নিয়োগ বন্ধ, ২/নতুন প্রকল্প নয়, ৩/গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না, ৪/গাড়ি ভাড়া করা যাবে না, ৫/ GPF থেকে শুধুমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।
তবে বেতন, পেনশন, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের খাতে খরচ বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার।