২৮-এ `না`, নতুন দিন তাহলে কবে? এই নিয়ে ৫ বার পাল্টাল লকডাউনের দিনক্ষণ
নিজস্ব প্রতিবেদন : ফের বদল হল রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ। ২৮ অগাস্টের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার বদল হল লকডাউনের সূচি।
নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে লকডাউন প্রত্যাহারের কথা বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, টানা ৫ দিন ছুটি হয়ে যাচ্ছিল, এতে অনেকে আপত্তি জানায়, তাই ফের বদল।
প্রসঙ্গত, ২৭ (বৃহস্পতিবার) ও ২৮ (শুক্রবার), এই ২ দিন লকডাউনের পর ২৯-৩০ শনি ও রবিবার। তারপর আবার সোমবার ৩১ তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছিল।
যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। উল্লেখ্য, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ওই দিনে লকডাউন প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল টিএমসিপি।
পরিবর্তিত সূচিতে এখন ২৭ তারিখ লকডাউনের পর আবার লকডাউন ৩১ অগাস্ট সোমবার। মাঝে ২৯ অগাস্ট শনিবার মহরম রয়েছে।