বিজেপির হেভিওয়েটরা কে কোন আসনে লড়াই করছেন, জেনে নিন
জল্পনার অবসান ঘটিয়ে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে মোট ১৮২ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এটিই তাদের প্রথম প্রার্থী তালিকা। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী লড়াই করছেন তাঁর পুরনো আসনেই। অন্যদিকে, গান্ধীনগরে লালকৃষ্ণ আডবানির আসন থেকে লড়াই করছেন বিজেপি সভাপতি। দেখে নিন বিজেপির শীর্ষ নেতারা কে কোথায় লড়ছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াই করছেন বারাণসী থেকে।
গান্ধীনগরে লালকৃষ্ণ আডবানির জেতা আসনে এবার লড়াই করছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
লখনউ থেকে লড়াই করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
নাগপুর আসনে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।
বাগপত থেকে লড়াই করবেন সত্যপাল সিং।
গাজিয়াবাদ আসনে লড়াইয়ে নামছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।
উন্নাও থেকে লড়াই করবেন সাক্ষী মহারাজ।
আমেঠিতে লড়াই করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
মুম্বই নর্থ সেন্ট্রাল থেকে লড়াইয়ে নামছেন পুনম মহাজন।
অরুণাচল পূর্ব আসনে লড়াইয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।