Kanchan Mallick campaign for Dev: কাঞ্চনকে পাশে নিয়েই প্রচারে দেব, মহিলারা পালালেন না....
কাঞ্চন মল্লিককে নিজের প্রচারে সঙ্গে নিতে চাননি শ্রীরামপুরের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে মহিলারা ‘ভীষণ রিয়্যাক্ট’ করছেন এই যুক্তিতেই মাঝরাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তৃণমূলের অভিনেতা-বিধায়ক কাঞ্চনকে।
এরপরই দেবের ডাকে ঘাটাল কেন্দ্রে হাসিমুখে প্রচার চালালেন কাঞ্চন মল্লিক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই লাইক-কমেন্টের বন্যা। অসৌজন্যের মরুভূমিতে একটুকরো মরুদ্যানের মত বিদায়ী সাংসদ দেব
তৃতীয়বার কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। সোশ্যাল মিডিয়ায় একাংশ নেটাগরিক বিভিন্নভাবে কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজকে আক্রমণ করেন। তারপরেই কল্যাণের বিতর্কিত মন্তব্য।
তবে এ বিষয়ে এদিন কাঞ্চন বলেন, 'আমি হাত বাড়ালেই বন্ধু। আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। যে প্রার্থী আমায় ডাকবেন আমি তাঁর কাছেই যাব। প্রচার করব।'
কাঞ্চন এদিন তাঁর ও দেবের প্রচারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাঞ্চন ক্যাপশনে লেখেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে সাংসদ হিসাবে দেবের হ্যাটট্রিক কামনা করি।
দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি গোটা ঘটনাটা টিভিতে দেখেছি। পুরো বিষয়টা যেভাবে হয়েছে, ঠিক হয়নি। একজন প্রার্থীর নিশ্চয়ই অধিকার আছে তাঁর গাড়িতে কে থাকবেন আর কে থাকবে না ঠিক করার। তবে আমার মনে হয়,কাঞ্চন মল্লিক যদি আমার প্রচারে থাকেন, তাহলে আমার ভোট বাড়বে।’
এরপরই কাঞ্চনকে নিয়েই লোকসভা ভোটের প্রচার করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বিপুল জনসমাগমের মাঝে দুজন মিলে তুললেন সেলফি।