একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস, ১৬০ পার করতে পারবে না বিজেপি: সিব্বল
লোকসভা নির্বাচনে কংগ্রেসের একার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। জানিয়ে দিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন কংগ্রেস নেতা।
দলের ফলাফলের ব্যাপারে ভবিষ্যতবাণী করলেও তিনি জানিয়েছেন, ইউপিএতে কোনও বিভেদ নেই। ফলাফলের পর সরকার গঠন করতেও পারে ইউপিএ।
সিব্বল বলেন, কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতো তাহলে তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতো।
সিব্বলের ভবিষ্যতবাণী, আমার জানি আমরা ২৭১ আসন পাব না। কিন্তু বিজেপিও ১৬০ এর বেশি আসন পাবে না।
কংগ্রেস ভালো ফল করলে কে ইউপিএর প্রধানমন্ত্রী হবে। সিব্বল বলেন, ২৩ আসুক। তার পর না হয় তা ঠিক করবে ইউপিএ।