শেষ দফার আগেই এক্সিট পোল সংক্রান্ত সব টুইট মুছে ফেলতে নির্দেশ টুইটারকে
আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের শেষ দফা। ফলপ্রকাশ ২৩ মে। ভোটগ্রহণ পর্ব শেষ হলেই প্রকাশিত হবে এক্সিট পোল।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই কোনও কোনও সংবাদমাধ্যমে একজিট পোলের ফল প্রকাশ করা হচ্ছিল বলে অভিযোগ আসে।
ফল ফাঁসের কথা মাথায় রেখেই ওই সংক্রান্ত সব টুইট মুছে ফেলতে টুইটার ইন্ডিয়াকে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েকদিন ধরেই দেশের ৩টি মিডিয়া হাউস এক্সিট পোলের ফলাফল দেখাচ্ছে বলে অভিযোগ।
ওইসব মিডিয়া হাউসকে শো কজ করা হয়েছে।
কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা যায় না।