মোদীর সভা শেষ হতেই প্রচারে নিষেধাজ্ঞা! নমোকে কমিশনের উপহার, বললেন সুরজেওয়ালা
নির্বাচন কমিশনের স্বাধীনতা বলে কিছু নেই। এবার কমিশনের নিয়োগের প্রক্রিয়া বিবেচনা করে দেখা প্রয়োজন। পশ্চিমবঙ্গে নির্দিষ্ট সময়ের আগেই প্রচার শেষ করার নির্দশিকা নিয়ে কমিশনকে দুষলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।
নির্দেশিকাটিকে তিনি সংবিধানের ওপরে কালো দাগ বলেও বর্ণনা করেন।
সুরজেওয়ালা বলেন, একসময়ের স্বাধীন এই সাংবিধানিক সংস্থা লজ্জাজনক ভাবে নীচে নেমে এসেছে।
সুরজেওয়ালা টুইট করেন, মোদী ও অমিত শাহের বিরুদ্ধে ১১টি অভিযোগ করেছে কংগ্রেস। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
কমিশনের উদ্দেশ্যই হল ১৬ মে মোদীজির সভার অনুমতি দাও। অন্যদের নিষিদ্ধ কর। এটা মোদীকে নির্বাচন কমিশনে উপহার: সুরজেওয়ালা।