রজনী থেকে এ আর রহমান, সাত সকালেই ভোটের লাইনে সেলিব্রিটিরা
তিনি বাইরে বের হলেই খবর হয়। সকালে চেন্নাইয়ের স্টেলা মেরিজ কলেজে গিয়ে ভোট দিয়ে এলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।
চেন্নাইয়ের একটি বুথে গিয়ে ভোট দিলেন সুরকার এ আর রহমান। আঙুলের কালির ছাপ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
মাক্কাল নিধি মিয়াম প্রধান কমল হাসান ভোট দিলেন চেন্নাইয়ের আলওয়ারপেট করপোরেশ স্কুলের বুথে।
বাবা কমল হাসানের সঙ্গেই ভোট দিলেন মেয়ে শ্রুতি হাসান।
বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিনতা প্রকাশ রাজ। সাতসকালে তাঁকেও দেখা গেল ভোটের লাইনে।
উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রি কেন্দ্রে কংগ্রেসে প্রার্থী হয়েছেন রাজ বব্বর। ভোট দিলেন রাধাবল্লব ইন্টার কলেজে।