‘‘দেশের ধর্মীয় ঐতিহ্যে কালি লেপতেই ‘হিন্দু সন্ত্রাস’-এর ষড়যন্ত্র করেছিল কংগ্রেস’’
কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার ‘হয়েছে তো কী’ মন্তব্যকে হাতিয়ার করে ফের কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদী।
শনিবার খান্ডোয়ায় এক নির্বাচনী জনসভায় মোদী বলেন। হিন্দু সন্ত্রাস কথাটা বাজারে এনেছিল কংগ্রেস।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের ধর্মীয় ঐতিহ্যের বদনাম করতেই কংগ্রেস হিন্দু সন্ত্রাস কথাটার আমদানি করেছিল।
কংগ্রেস ও তার জোটসঙ্গীদের নিশানা করে মোদী বলেন, এখন কংগ্রেস ও তার সঙ্গীসাথীরা যতই পৈতে দেখাক, হিন্দু ধর্মের গেরুয়া রঙে সন্ত্রাসের রঙ লাগানোর ষড়যন্ত্র করার পাপ থেকে ওরা পালাতে পারবে না।
এখানেই থেমে থাকেননি মোদী। তিনি বলেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার মূল অভিযুক্তকে দেশে থেকে নিরাপদে বের করে দিয়েছিল কংগ্রেস। কারণ ওরা বিশ্বাস করে, ‘হয়েছে তো কী’!