কেদারনাথে গিয়েও ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করছেন মোদী!
কেদারনাথে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীকে দেখে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর দাবি, শেষ দফার ভোটের মধ্যেই ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করছেন মোদী।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, আজ উনি গেরুয়া পরে গুহায় বসে রয়েছেন। ঈশ্বর জানে উনি দেশবাসীর কাছে কী বার্তা দিতে চাইছেন।
গেহলটের বক্তব্য, গোটা দেশের মানুষ ওকে দেখছেন। লোকসভার শেষদফা বাকী। এই অবস্থায় ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করছেন উনি।
মোদীর কেদারনাথ সফরের সমালোচন করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাও। তিনি টুইট করেছেন, কেদারনাথে রেড কার্পেট!
কংগ্রেস নেতার দাবি, প্রকৃত ভক্ত তাঁর সব অহংকার, উদ্ধত্য ত্যাগ করেই দেবতার কাছে আসেন। রেড কার্পেট পাতার পর নয়।