মনোনয়নপত্র দাখিলের আগে আজ বারাণসীতে মেগা রোড শো মোদীর, করবেন গঙ্গা আরতিও
মনোনয়নপত্র দাখিলের আগে আজ বৃহস্পতিবার বারাণসীতে বিশাল রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি করবেন গঙ্গা আরতিও।
মোদীর রোড শো-তে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী, সুষমা স্বরাজ, পীয়ূষ গোয়েল। এছাড়াও থাকছেন দলের নেতা লক্ষ্মণ আচার্য, সুনীল ওঝা, আশুতোষ ট্যান্ডন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ একধিক নেতা।
দুপুর দুটো নাগাদ বারাণসী পৌঁছে যাবেন মোদী। বিমানবন্দর থেকে তিনি চলে যাবেন কাল ভৈরবী মন্দিরে।
বিকেল তিনটে নাগাদ বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাছে লঙ্কা গেট থেকে তাঁর রোড শো শুরু করবেন।
বারাণসীর ১৫০টি মহল্লায় যাবে মোদীদির রোড শো। এরমধ্যে রয়েছে শহরের মুসলিম অধ্যুসিত মদনপুরা ও সোনারপুরা এলাকাও।
বিকেল সাড়ে ছটা নাগাদ দশাশ্বমেধ ঘাটে শেষ হবে ওই রোড শো। সেখানেই গঙ্গা আরতি করবেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন শুক্রবার সাড়ে এগারোটা নাগাদ।