অন্ধ্রে জগনমোহনের বিপুল জয়ের পেছনে কার জাদু, জানুন সেই মানুষটিকে

Fri, 24 May 2019-2:25 pm,

অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুকে সরিয়ে এবার ক্ষমতায় ওয়াইএসআর কংগ্রেস। ল্যান্ডস্লাইড ভিক্ট্রি যাকে বলে সেটাই পেয়েছে ওয়াইএসআর কংগ্রেস। এবার একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে অন্ধ্রপ্রদেশে।

রাজ্যের ২৫ লোকসভা আসনের মধ্যে ২২টি দখল করেছে জগনমোহন রেড্ডির দল। এককথায় রাজ্যের ১৭৫ আসনের মধ্যে ১৫০টি তুলে নিয়েছে জগনের দল।

কীভাবে সম্ভব হল এই ম্যাজিক!  অন্ধ্র রাজনীতির যারা খোঁজখবর রাখেন তাঁদের মতে এই সাফল্যের পেছনে রয়েছে প্রশান্ত কিশোরের কৌশল। এর আগে তিনি নির্বাচন ম্যানেজার হিসেবে কাজ করেছেন গুজরাট বিধানসভা নির্বাচনে, ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির হয়, পাঞ্জাবে কংগ্রেসের হয় এবাং শেষে বিহারে জেডিইউয়ের হয়ে।

২০১১ সালে কংগ্রেস ভেঙে জগনমোহন রেড্ডি তৈরি করেন ওয়াইএসআর কংগ্রেস। সাংগঠনিক ক্ষমতা প্রবল না হওয়ায় ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে অত্যান্ত খারাপ ফল করে ওয়াইএসআর কংগ্রেস।

এর পরই জগন বুঝতে পারেন সংগঠনিক দুর্বলতাই তাঁকে ডুবিয়েছে। এর পরেই তাঁর রাজনৈতিক উপদেষ্টা কমিটি নিয়োগ করে প্রশান্ত কিশোরকে। দায়িত্ব দেওয়া হয় বুথ স্তরে সংগঠন তৈরি করার। পাঁচ বছর পর সেই প্রচেষ্টারই ফল মিলল এবারের লোকসভা নির্বাচনে। এবার আর অন্ধ্রের মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আর বাধা রইল না জগনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link