সাত রাজ্যের ৫৯ আসনে আজ ভোটগ্রহণ, দেখে নিন লড়াইয়ের ময়দানে রয়েছেন যেসব স্টার প্রার্থী
লোকসভা নির্বাচনের আজ ষষ্ঠ দফা। পশ্চিমবঙ্গ সহ দেশের ৭ রাজ্যের ৫৯ আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। লড়াইয়ের ময়দানে রয়েছেন দেশের বেশ কয়েকজন নামী প্রার্থী।
উত্তরপ্রদেশে আজ মোট ১৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। আজ ভাগ্যপরীক্ষা সপা প্রধান অখিলেশ যাদবের।
উত্তরপ্রদেশের সুলতানপুরে এবার জোর লড়াই। দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। নিশ্চিত জিতবেন বলে আগেই দাবি করতে শুরু করে দিয়েছেন মানেকা।
এবার ভোপালে ইজ্জতের লড়াই কংগ্রেস ও বিজেপির। ভোপাল আসন থেকে এবার লড়াই করছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
ভোপালে এবার বিরাট চ্যালেঞ্জের মুখ দিগ্বিজয় সিং। তাঁর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে।
এই দফায় লড়াইয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। লড়াই করছেন বিজেপির টিকিটে।
বক্সার বিজেন্দ্র সিং এবার রাজনীতিতে। লড়াই করছেন দক্ষিণ দিল্লি থেকে। তাঁকে টিকিট দিয়েছে কংগ্রেস।
পশ্চিমবঙ্গের ঘাটাল আসন থেকে ফের লড়াইয়ের ময়দানে অভিনেতা দেব। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন প্রাক্তন পুলিস আধিকারিক ভারতী ঘোষ।