‘আপনারা ভোট দিলেও জিতব, না দিলেও জিতব’, সংখ্যালঘুদের সভায় বিতর্কিত মন্তব্য মানেকা গান্ধীর
লোকসভা নির্বাচনের প্রচারে সুলতানপুরের এক সভায় বেফাঁস মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী ও এবার সুলতানপুরে বিজেপি প্রার্থী মানেকা গান্ধী।
সুলতানপুরের তারাবখানি এলাকার এক মুসলিম মহল্লায় এক সভায় মানেকা বলেন, আমাকে ভোট দিন। নয়তো ভবিষ্যতে এলাকার মানুষজনের কোনও দায় নেব না। আমি জিতেই গিয়েছি বলতে পারেন। এখন ঠিক করুন আপনারা কী করবেন।
মানেকার বক্তৃতার ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, এলাকার মানুষজনের সমর্থনে ভোটে জিতছি। কিন্তু সেই জয় যদি মুসলিমদের ভোট বাকী রেখে হয় তাহলে মন খারাপ হয়ে যায়। যখন কোনও মুসলিম তরুণ আমার কাছে কাজের জন্য আসেন তখন মনে হয় ওসব কথা মনে রেখে কোনও লাভ নেই। কিন্তু গোটা বিষয়টাই দেওয়া-নেওয়ার ব্যাপার।
কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি বলেন, এবার নির্বাচনে আপনারা ভোট দিলেও জিতব, না দিলেও জিতব।
এখানেই থেমে যাননি মানেকা। তিনি বলেন, আমাকে আপনাদের প্রয়োজন। নির্বাচন জিতেই গিয়েছি বলতে পারি। তবে এবার আপনাদের সামনে একটা সুযোগ এসেছে। ভোট শেষ হয়ে গেলে দেখা যাবে এখানকার কোনও একটি বুথ থেকে ১০০ বা ৫০ ভোট পেয়েছি। তখন দেখা যাবে....। কোনও বিভাজন করতে চাই না। গোটা ব্যাপারটাই এখন আপনাদের হাতে।