সন্ধ্যায় ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি-বোমাবাজি, আধাসেনাকে মার পুলিসের
দিনভর উত্তপ্ত ভাটপাড়া। সন্ধ্যায় ফের নতুন করে ভাটপাড়ায় উত্তেজনা ছড়াল। চলল গুলি। সেইসঙ্গে ব্যাপক বোমাবাজির অভিযোগ।
বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে। ২৫ রাউন্ডের উপর গুলি চলে বলে অভিযোগ। এলোপাথাড়ি গুলি চালানো হয়।
আরও অভিযোগ, বোমাবাজিও করে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
দরজা, জানলা সব বন্ধ করে ঘরের মধ্যে সিঁটিয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। ঝাঁপ বন্ধ করে দিয়েছেন স্থানীয় দোকানদারেরাও। এলাকা পুরো সুনসান চেহারা নিয়েছে।
এদিকে গুলি বোমাবাজির মধ্যেই অভিযোগ, পুলিসের মারে আহত হয়েছেন এক সিআইএসএফ কর্মীও। জখম সিআইএসএফ কর্মীর নাম অজয় সিং।
মারের চোটে অজয় সিং নামে ওই সিআইএসএফ কর্মীর চোখে গুরুতর চোট লেগেছে। অভিযোগ, ওই জওয়ান অর্জুন সিংয়ের বাড়ির নীচে দাঁড়িয়েছিলেন। তখনই তাঁর উপর হামলা হয়।
এলাকায় টহল দিচ্ছে RAF। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এদিন দুপুরেও ব্যাপক অশান্তি ছড়ায় ভাটপাড়ায়।
অলিতেগলিতে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে। এমনকি মদন মিত্রের গাড়ি লক্ষ্য করেও বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। ভাটপাড়ার অশান্তি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন।