কোন আসনে কে লড়বেন? সামনে এল CPIM-এর সম্ভাব্য প্রার্থী তালিকা
মৌমিতা চক্রবর্তী: আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে ২০ আসনে লড়বে সিপিআইএম। আলিমুদ্দিন সূত্রে এমন খবর জানা গেলেও, চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি । এরই মধ্যে কোন আসন থেকে কাকে প্রার্থী করা হবে, সেই বিষয়ে বেশ কয়েকটি নাম নিয়ে দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে আলোচনা।
শোনা যাচ্ছে যাদবপুর থেকে প্রার্থী করা হতে পারে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।
দমদম থেকে প্রার্থী হিসেবে উঠে আসছে দুটি নাম। নেপালদেব ভট্টাচার্য বা তন্ময় ভট্টাচার্য।
ব্যারাকপুর আসনের জন্য ভাবা হচ্ছে গার্গী চ্যাটার্জিকে।
উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হতে পারে ফুয়াদ হালিমকে। কথা চলছে রূপা বাগচীকে নিয়েও।
ঝাড়গ্রাম আসনটির জন্য টিকিটের দাবিদার দেবলীনা হেমব্রম।
বাঁকুড়া থেকে প্রার্থী করা হতে পারে অমিয় পাত্রকে।
অমল হালদার না আভাস রায়চৌধুরী, বর্ধমান থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
সবটাই সম্ভাব্য। তালিকা নিয়ে দিল্লিতে দরবার করতে পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র। দিল্লির বৈঠকের পরই চূড়ান্ত হবে তালিকা।