বিমল গুরুং রোশন গিরিরা টাকা কামিয়ে পালিয়ে গেছে: মমতা বন্দ্যোপাধ্যায়
স্লগ ওভার প্রচারে ব্য়স্ত তৃণমূল নেতৃত্বরা। ১০ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কার্শিয়াং-এ ভোট প্রচারে সভা করলেন তৃণমূল নেতৃত্ব।
গোর্খাদের উদ্দেশে সম্মান জানিয়ে এদিন বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বৃহস্পতিবারই পাহাড়ে দুটি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে।
এদিন ফের সভামঞ্চ থেকে বিজেপিকে এক হাত নিলেন নেত্রী। পাহাড়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে বিজেপি। এদিন এমনটাও দাবি করেন তিনি।
দলকে পাহাড় সমতালের সেতু বন্ধনেরও মাধ্যম বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
ভোটযুদ্ধ অব্যাহত পাহাড় থেকে সমতল সর্বত্র। যুযুধান দুই প্রতিপক্ষের পাখের চোখই বাংলা। পাহাড়ের ভোটও এই লোকসভা ভোটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বারংবার প্রমাণিত হয়েছে রাজনৈতিক দলগুলির মন্তব্যেই।