`একটা পরিবারে বাবা-মা-দাদু-ঠাকুমা সবাই থাকেন`, মিমিকে প্রার্থী করার কারণ বললেন মমতা
যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। অভিনেত্রী মিমিকে এবার লোকসভা ভোটে প্রার্থী করে বড়সড় চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিমিকে প্রার্থী ঘোষণা করতেই রাজ্য রাজনীতিতে হই হই পড়ে যায়। যাদবপুরের মতো হেভিওয়েট আসনে নবাগতা মিমিকে প্রার্থী করার পিছনে কোন অঙ্ক রয়েছে? সবাই তার উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে।
এদিন বারুইপুরে প্রচার সভা থেকে নিজে মুখেই মিমিকে প্রার্থী করার কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, "মিমিকে পছন্দ করেছি, কারণ একটা পরিবারে বাবা-মা-দাদু-ঠাকুমা সবরকম থাকেন। আমাদের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাট্যকার, সাহিত্যিক আছেন। সবাইকে নিয়েই চলা উচিত।"
প্রসঙ্গত, যাদবপুরে মিমির বিপক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিআইএম। এদিন বারুইপুরের সভায় দাঁড়িয়ে মেয়র বিকাশ ভট্টাচার্যের দায়িত্ববোধকে কটাক্ষ করেন তিনি। বলেন, "বর্ষার সময় রাস্তায় কোমর জল দাঁড়িয়ে যেত। তবু তাঁর দেখা পাওয়া যেত না।"
আরও বলেন, এখানে বিজেপি-বাম এক হয়ে গিয়েছে। বিজেপিও বিকাশ ভট্টাচার্যকে সমর্থন করছে বলে দাবি করেন মমতা।