মোদীর সভা ঘিরে চূড়ান্ত উন্মাদনা শিলিগুড়িতে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
আজ বাংলায় ভোটপ্রচারে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেডে জোড়া সভা মোদীর।
সূত্রের খবর, এদিন দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির সভাস্থলের দিকে রওনা হবেন। দুপুর পৌনে একটা নাগাদ শিলিগুড়ির সভাস্থলে পৌঁছোবেন মোদী।
রাজ্যে মোদীর জোড়া সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই শিলিগুড়িতে তাঁর সভা গিরে প্রস্তুতি চূড়ান্ত। সভাস্থল খতিয়ে দেখেছন নিরাপত্তারক্ষীরা।
ভিড় জমতে শুরু করেছে সভাস্থলে। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৩টিতে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির। মোদী এদিন কী বার্তা দেন, তা জানতে উন্মুখ বিজেপি কর্মী সমর্থকরা।
মোদীর সভা ঘিরে কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে ঢোকা ও বেরোনোর জায়গায় জোরকদমে চলছে তল্লাশি।