রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফা, উত্তরবঙ্গে ৩ আসনে ভোট
এর মধ্যে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তৈরি করা হবে বেশ কিছু কুইক রেসপন্স টিম।
রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ১৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ লোকসভার জন্য মোতায়েন ৬৪ কোম্পানি। প্রত্যেক টিমে ৮ জন করে আধা সেনা থাকবে। রায়গঞ্জে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিবেক দুবে।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ১৮৯৯ বুথ। এই বুথের ৭০ শতাংশে কেন্দ্রীয় বাহিনী আছে ।