Loksabha Election 2024: `কুমির` মোদী থেকে `প্রার্থী` গোরু, বিজেপিকে বিঁধে তৃণমূলের তির্যক দেওয়াল লিখন!

Tue, 19 Mar 2024-12:53 pm,

চম্পক দত্ত: কোথাও 'কুমিরের পেটে দেশের সম্পত্তি' ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ 'সব খেয়েলে নরেন'! 

 

আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ 'কোর্টে বসে করেছো অনেক খেলা, এবার তুমি বুঝবে জনগনের ঠেলা'! 

 

আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ, 'রাজনীতি করাই আমাদের পারিবারিক অধিকার,সপরিবারে ঝেড়ে খাবো, এমন দলেই সবাই যাবো।' 

 

আবার প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে ব্যঙ্গ করে লেখা হয়েছে,'স্বচ্ছ ভারত অভিযানের শেষ ধাপ, ২০২৪ লোকসভাতে বিজেপি সাফ।'

 

এরকম একাধিক কার্টুনচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আবার তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য জনকল্যাণমুলক প্রকল্পের প্রচার। 

 

আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে চন্দ্রকোণার মহেশপুরে দেওয়াল লিখনে এভাবেই নজর কাড়ল তৃণমূল কংগ্রেস। 

 

দেওয়াল লিখনে এসব অপপ্রচার করে কোনও কাজে আসবে না। ৪০০-র বেশি সিটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। পালটা চ্যালেঞ্জ বিজেপির।

 

প্রসঙ্গত আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালী বাগকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link