চ্যালেঞ্জের মুখে নমো, বারাণসীতে মোদীর বিরুদ্ধে ১১১ জন কৃষক
গতবারের মতো এবারও বারাণসী থেকে প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদী। আর ওই কেন্দ্রে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী। বলে রাখি, ২০১৪ সালের মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
জানা গিয়েছে, তামিলনাড়ুর অন্তত ১১১জন কৃষক মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন।ফসলের ন্যায্য দামের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তামিলনাড়ুর এই কৃষকরা।
তামিলনাড়ুর কৃষক নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, বারাণসীতে প্রার্থী হবেন রাজ্যের ১১১ জন কৃষক। তবে বিজেপির নির্বাচনী ইস্তাহারে তাঁদের দাবি মেনে নেওয়া হলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে জানিয়ে রেখেছেন কৃষক নেতা।
আয়াকান্নু দাবি করেছেন, কৃষকদের প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি।
আয়াকান্নু আরও বলেন,''আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নেই। ক্ষমতায় আসার আগে আমাদের দ্বিগুণ আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি এখনও দেশের প্রধানমন্ত্রী। সে কারণে তাঁর কাছে আবেদন করেছি। তামিলনাড়ুর একমাত্র সাংসদ আমাদের আশ্বস্ত করলে বিবেচনা করতে রাজি আছি''। প্রসঙ্গত বাজেটে মোদী সরকার ঘোষণা করেছে, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে সরকার।