ঘণ্টাখানেকের মধ্যে কলকাতায় আঘাত হানতে পারে কালবৈশাখী
প্রচণ্ড বৈশাখী দহনের পর অবশেষে খুশির খবর। ঘণ্টাখানেকের মধ্যে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যেতে চলেছে কালবৈশাখী।
সাম্প্রতিক রেডার চিত্র অনুসারে মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের পর কলকাতায় হানা দিতে চলেছে কালবৈশাখী। যার ফলে শহরের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর্দ্র বাতাসের দমকা হাওয়ায় এক ধাক্কায় কিছুটা কমবে রাতের তাপমাত্রা। তবে বুধবার সকালে ফিরবো পুরনো দহন।
কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বারাসত, হাবরা, বসিরহাট, বনগাঁর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাবে। সঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও সংলগ্ন এলাকায়।